আমরা সাধারণত খালি চোখে যে বীর্যকে দেখে থাকি, সেগুলো আসলে কোটি কোটি শুক্রাণুর সমষ্টি। একবার বীর্যপাতে প্রায় ১০০ মিলিয়ন শুক্রাণু বেরিয়ে যায়। এই অসংখ্য শুক্রাণুর মধ্যে, বাচ্চা হওয়ার জন্য একটিই শুক্রাণুই যথেষ্ট। পুরুষের লিঙ্গ থেকে যে বীর্য বের হয় ও যা নারীদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণের জন্ম হয়।
মাত্র কয়েকফোঁটা বীর্য, যোনিতে ঠিকমতো প্রবেশ করতে পারলে, তাতেই গর্ভধারণ হওয়া সম্ভব।
কি খেলে বীর্য অনেক ঘন হয় এবং দ্রুত বীর্য পাত বন্ধ হয় ?
কিছু খাবার আছে যেগুলা সময় মতে খেলে বীর্য অনেক ঘন হবে।
১। মুরগির ডিম-
ডিম হল একটা সহজ উপায় যেটা দিয়ে আপনার বীর্য ঘন করতে পারেন।
২। পালং শাক –
বিজ্ঞানীরা মানে যে ফোলীক এসিড দিয়ে শুক্রাণুর শক্তিশালী আর সুস্ত হয়। পালং শাকে অনেক ফোলীক এসিড থাকে আর শুক্রাণু অনেক টা সুস্ত করে তোলে।
৩। কলা-
কলাত ভিটামিন A, B1, আর C থাকে, যেটা শরীর আর লিঙ্গ দুইটাকে সুস্ত করে তোলে।
৪। কালো চকলেট-
ডার্ক চকলেট এল-আরজিনাইন এইচসিএল নামে একটি অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো করা হয়, যা শুক্রাণুকে ঘন করে ।
৫। আখরোট-
আখরোটে ওমেগা এসিড থাকে, এই ওমেগা -3 ফ্যাটি অণ্ডকোষে রক্ত প্রবাহ প্রচার করে শুক্রাণুর পরিমাণ বাড়াতেও সহায়তা করে।
৬। কুমড়ো বীজ-
এইটাতেও ওমেগা এসিড থাকে যেটা আপনার শুক্রাণুর ঘনত্ব বাড়াতে সাহায্য করে।