শিশুদের ব্রডিল সিরাপ খাওয়ার নিয়ম

 শ্বাস–প্রশ্বাসের রোগ লাং ব্যাধি অ্যাজমা এবং ছোট বাচ্চাদের ঠান্ডা লাগা থেকে যে সকল রোগগুলো হয় সেগুলোর জন্য সাধারণত ব্রডিল সিরাপ ব্যবহার করা হয়। আমরা দেখে থাকি সাধারণত শিশুদের একটু অনিয়ম হলেই কাশি সর্দি জ্বর শ্বাসকষ্ট এবং অ্যাজমা হয়ে যায়। এই সব রোগগুলোর জন্য শিশুরা অনেক কষ্ট পায় যা তারা মুখে প্রকাশ করতে পারেনা। কিন্তু আপনি আপনার হাতের নাগালের মধ্যে যদি এই ব্রিডল সিরাপটি রেখে দেন তাহলে আপনার শিশুর যে কোন ঠান্ডা জনিত রোগ বা সমস্যার জন্য সেবন করাতে পারেন। 

শিশুদের ব্রডিল সিরাপ খাওয়ার নিয়ম


ছোট সোনামদের কাশি কারণে তাদের বুকে কফ জমতে শুরু করে দেয়, যায় জন্য অল্প কাশিতেই শিশুদেরকে ওষুধ সেবন করানোর প্রয়োজন হয়। তাদের বুকে যেন কোন কফ জমতে না পারে তাতে তাদের কষ্টটা কম হবে। আবার অনেক সময় এই ঠান্ডার কারণে শিশুদের নিউমোনিয়াও হয়ে থাকে  সেজন্য সবসময় শিশুদেরকে  বিশেষ নজরে রাখতে হবে এবং তারা যেন ঠান্ডা থেকে দূরে থাকতে পারে এই খেয়াল রাখতে হবে। ঠান্ডা জনিত যে সকল রোগগুলো হয় সেইগুলো যেন বাড়তে না পারে সেই নজর রাখতে হবে। ব্রিডল সিরাপটি যদি আপনার শিশুকে নিয়মিত সেবন করান তাহলে সে সুস্থ থাকবে এবং যদি একটু অনিয়ম হয়ে যায় তাও তার কোন ক্ষতি হবে না। তবে যেহেতু ছোট বাচ্চার বা শিশুর বিষয় সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।


যে সকল ওষুধ আপনি আপনার শিশুকে খাওয়াবেন সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। যদি আপনার সেই ধারণা না থাকে এবং তাকে ওষুধ খাওয়ান তাহলে তার নানা রকম ক্ষতি হয়ে যাবে যেগুলো আপনার শিশু বলতেও পারবেনা। তারপর আস্তে আস্তে সে আরো বেশি কঠিন অবস্থায় চলে যেতে পারে। তাই শিশুদের যেকোনো রোগ হলে বা সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। 


হয়তো আপনার শিশুর অসুখ সারতে কিছু সময় লাগতে পারে। আপনি যদি তাকে ওভারডোস দেন তাহলে শিশু আরো অসুস্থ হয়ে পড়বে। তাই এ সকল বিষয়গুলোর প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। তবেই আপনার বাচ্চা সুস্থ এবং নিরাপদে থাকবে এবং স্বাভাবিকভাবে বড় হবে।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম