শিশুদের চোখ উঠলে করনীয়

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রায়শই ‘চোখ ওঠা’ বা চোখের প্রদাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ করেই বেড়ে যায় এই চোখ ওঠা সমস্যা। প্রায় প্রতিটি ঘরে ঘরেই কারো না কারো এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। মানাও হয় না স্বাস্থ্যবিধি। ছোট-বড় সকলেরই চোখ উঠতে দেখা যায়। এই চোখ ওঠা রোগটি ছোঁয়াচে হওয়ার কারণে শিশুদের এই সময়টা একটু বেশি খেয়াল রাখতে হবে, যাতে শিশুরে সঠিক নিয়মগুলো মেনে চলতে পারে। তবে রোগটি স্বল্পমেয়াদি হওয়ার কারণে ঘাবড়ানোর কিছু নেই, সঠিক নিয়ম মেনে চললে খুব দ্রুত সেরে যায় এই চোখ ওঠা রোগটি

শিশুদের চোখ উঠলে করনীয়


শিশুদের চোখ ওঠার লক্ষণ

শিশুদের চোখ ওঠলে তাদের চোখ লাল হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, সারাদিন চোখে ময়লা জমে, চোখ থেকে পানি ঝরে, চোখে ময়লা জমার কারণে ঘুম থেকে উঠলে চোখ আটকে যায়, অনেকের চোখের ওপরে পাতলা ঝিল্লির নিচে রক্তক্ষরণও হতে দেখা যায়।


শিশুদের চোখ উঠলে করনীয়

তুলা বা পাতলা সুতির কাপড়  ভিজিয়ে শিশুর চোখ ভালোভাবে পরিষ্কার করুন।
চোখ ব্যথা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।
শিশুদের ঘরের বাহিরে না যেতে দেওয়াই ভালো।
শিশুর চোখ নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
শিশুকে তার চোখে বেশি হাত দেওয়া থেকে বিরত রাখুন।
একই রুমাল বারবার ব্যবহার করলে তা জীবাণুমুক্ত করে নিন। এ ছাড়া চোখে ব্যাকটেরিয়া ইনফেকশন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করতে হবে।


শিশুদের চোখ ওঠলে যে কাজগুলো করবেন না


চোখে বারবার পানি দেওয়া যাবে না।
টিসু পেপার একবার ব্যবহার করার পর তা ফেলে দিন।
চোখ পরিষ্কার করার জন্য শক্ত কাপড় ব্যবহার করবেন না।
শিশুর চোখে কোনো ধরনের কাজল বা কিছু দেওয়া থেকে বিরত থাকুন।
শিশুর হাত সব সময় পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি শিশুর চোখ ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম