শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকা দেওয়া অনেক প্রয়োজন। শিশু জন্মের কতদিন পর টিকা দিতে হয়, এ বিষয়ে আজ আমরা জানব।
শিশু জন্মের ঠিক দেড় মাস থেকে টিকা গুলো শুরু করে দেওয়া উচিত। বিসিজি অবশ্য ৪৫ দিন পর্যন্ত যেকোনো দিনই দেওয়া যায়। বিসিজি ভ্যাকসিনের সঙ্গে ৪৫ দিনের দিন আপনার প্যান্টাভ্যালেন ভ্যাকসিন ও পিসিভি ভ্যাকসিন দুটোই দেওয়া যায়। আর ওরাল পলিও ভ্যাকসিন। তিন মাসে তিনটি দিলে হয়। আবার ১৮ সপ্তাহে গিয়ে পিসিভিটা দেওয়া হয়। নয় মাসে গিয়ে এমআর ভ্যাকসিন, মিসেজলস আর রুবেলা দেওয়া হয়। আবার ১৫ মাসে গিয়ে এমআর ভ্যাকসিন, মিসেজল ও রুবেলা হয়।
Tags
Baby care tips