নবজাতক শিশু জন্মের পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। আর প্রত্যেক্টা সমস্যা অত্যন্ত জটিল ও সাংঘাতিক হয়।
নবজাত জন্মের পর সেই অবস্থাতে এমনিতেই খুব নাচুক থাকে। এই সময় যদি নবজাতক শিশুর কোন ধরনের সমস্যা হয় তাহলে সেটা বড় আকারে রুপ নিতে পারে। নবজাতক শিশুর প্রস্রাব ও পায়খানার সমস্যা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত চিন্তার।জেনে রাখা ভাল যে একজন নবজাতক শিশু জন্মগ্রহণের অন্তত ৭২ ঘণ্টা পর্যন্ত সে ভালোভাবে তার মায়ের বুকের দুধ পায় না। এ অবস্থাতে যদি কেউ তাকে শাল দুধও খাওয়ায় সেই শালদুধ থেকেও সঠিক পরিমাণে প্রস্রাব তৈরি নাও পারে। যার কারণে প্রস্রাব না করটাই স্বাভাবিক ব্যাপার।
তবে যদি মনে হয় যে শিশুর প্রস্রাব একেবারেই হচ্ছে না। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নবজাতকের শারীরিক অবস্থা, ওজন এবং অন্যান্য সমস্যার ভিত্তিতে চিকিৎসকেরা সঠিক চিকিৎসা দেবেন।
নবজাতক শিশুর প্রস্রাব না হলে করনীয়
সাধারণত নবজাতক শিশুদের প্রস্রাব করার কোন লিমিটেশন থাকেনা। নবজাতক শিশু যতবার মায়ের বুকের দুধ পান করবে প্রায় ততবারই প্রস্রাব করতে পারে। প্রস্রাবের পরিমাণ এর থেকে কমও হতে পারে অথবা বেশিও হতে পারে। নবজাতক শিশু যদি দিনে বেশি বেশি প্রস্রাব করে তাহলে সেখানে চিন্তার কোন কারণ নেই আপনাকে খেয়াল করতে হবে সে যতটুকু প্রস্রাব করছে তার থেকে বেশি খাবার খাচ্ছে কিনা।প্রস্রাবের তুলনায় যদি খাবার খাওয়া সঠিক হয় তাহলে বুঝে নিবেন কোন সমস্যা নেই। তবে যদি মনে হয় খাবার খুব কম খাচ্ছে এবং প্রস্রাব অতিরিক্ত করছে এবং প্রস্রাবে অন্য কোন সমস্যা আছে তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
নবজাতক শিশুর প্রসাব ঠিকঠাক হচ্ছে কিনা কিভাবে বুঝবেন
একটু খেয়াল করলেই সাধারণত শিশু বাচ্চাদের প্রস্রাব পায়খানা বোঝা যায়। তাদের একটা নিয়মের মধ্যে প্রতিদিন প্রসাব পায়খানা হয়। নবজাতক শিশুদের ক্ষেত্রে সে মায়ের বুকের দুধ যতবার সেবন করবে সে ততবার প্রস্রাব করবে এটাই স্বাভাবিক। কোন সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।