বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি

ছোট বাচ্চাদের অসুখ হলে আমরা বিভিন্ন ধরনের  ওষুধ বাচ্চাদের খাইয়ে থাকি। তার মধ্যে একটা হলো টোফেন সিরাপ। আজ আমরা বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা জানব। টোফেন একটি বাচ্চাদের গুরুত্বপূর্ণ সিরাপ এবং এই সেবনের গফলে অনেকাংশে বাচ্চাদের সেই কাঙ্খিত রোগ নির্মূল হয়ে যায়।

বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি


বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি

সাধারণত কোন বাচ্চার যদি কাশি সংক্রান্ত কোন সমস্যা হয় তাহলে তাকে এই টোফেন সিরাপ খাওয়ানো হয়। অন্যান্য ক্ষেত্রেও টোফেন সিরাপের ব্যপক ব্যবহার রয়েছে। বাচ্চাদের গলায় যদি শ্লেষ্মা থেকে থাকে তাহলে তাকে টোকেন সিরাপ নিয়ম অনুযায়ী বয়স বুঝে প্যাকেটের গায়ে দিকনির্দেশনা অনুসরণ করে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায়। তাছাড়া কেউ যদি হাঁপানিতে আক্রান্ত থাকে তাহলে প্রতিরোধমূলক চিকিৎসায় এই টোফেন সিরাপ সেবন করতে চান তাহলে সেবন করতে পারেন।

তাছাড়াও এলার্জি এবং অন্যান্য বেশ কিছু অসুখের ক্ষেত্রে এই টোফেন সিরাপ কাজ করে।

নির্দেশিকা

বাচ্চাদের টোফেন সিরাপ সেবন করানোর আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ  নিন।  

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম