শিশুদের দীর্ঘমেয়াদি যে রোগ গুলো হয় তার মধ্যে শিশুদের বুকে ঘড়ঘড় শব্দ অন্যতম। সাধারণত শিশুদের শ্বাসনালিতে ভাইরাস সংক্রমণ হলে শ্বাসনালিতে প্রদাহ ও সংকোচন হয়- এর ফলে শিশুদের বুকে ঘড়ঘড় শব্দ হয়।
এ শব্দের সঠিক চিকিৎসা সময়মত না হলে ভবিষ্যতে এই ঘড়ঘড় শব্দ অনেক ভোগাবে, যার ফলে অ্যাজমা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শিশুদের বুকে ঘড়ঘড় শব্দকে হুইজিং বলে।
শিশুদের শ্বাসনালিতে ভাইরাস সংক্রমণের লক্ষণ
কাশি, কফ ও গলাব্যথা বারবার দেখা দেয়। শ্বাসনালির প্রদাহের জন্য গলায় কোনো কিছু আটকে যাওয়া বা ঢোক গিলতে অসুবিধার মতো সমস্যা সৃষ্টি হওয়া। শিশুদের শারীরিক পরিশ্রমের পর ও রাতে বেশি কাশি হওয়া। তবে শিশুদের বুকে ঘড়ঘড় শব্দ বা হুইজিং হলেই কি অ্যাজমা হয়েছে তা বলা যায়না।
তবে চিকিৎসকেরা অ্যালার্জি টেস্ট ও ফুসফুসের কার্যকরী ক্ষমতা পরীক্ষা করে ওষুধ এবং অ্যালার্জি ভ্যাকসিন দিয়ে থাকে। এটিই অ্যালার্জি বা অ্যাজমা রোগীদের দীর্ঘসময় সুস্থ থাকার অন্যতম পদ্ধতি। বর্তমানে বিশ্ব্যে চিকিৎসা পদ্ধতির অনেক উন্নতির ফলে অ্যাজমা ও অ্যালার্জি সারিয়ে তোলা অসম্ভব কিছু নয়। অবহেলা করে রোগ পুষে রাখলে এ রোগ থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে পড়ে।