নবজাতক শিশুকে মধু খাওয়ানো যাবে কি

আমাদের সমাজে নবজাতক শিশুর জন্মের পরেই মুখে মধু ছোঁওয়ানোর রীতি বেশ প্রচলিত রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই প্রচলিত রীতি মানতে গিয়ে নবজাতক শিশুকে গুরুতর অসুস্থতার মধ্যে ফেলতে পারেন। বিশেষজ্ঞদের মতে শিশু জন্মের  প্রথম এক বছর পর্যন্ত শিশুর মুখে মধু দেওয়া যাবেনা।

নবজাতক শিশুকে মধু খাওয়ানো যাবে কি

নবজাতক শিশু জন্মের প্রথম এক বছর দুধ ছাড়া আর নতুন কোন খাবারের খাওয়াবেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর যদি এই খাবারের তালিকায় কিন্তু মধু যোগ করেন সেটা হবে আপনার অনেক বড় ভুল। শিশুর বয়স ১২ মাস বা ১বছর না হওয়া পর্যন্ত তাকে মধু খাওয়ানোতে কঠোর দিয়ে থাকেন ডাক্তাররা। কারণ মধুর মধ্যে ক্লসট্রিডিয়াম বটুলিনিয়াম নামে এক ধরনের ব্যাকটিরিয়া থাকে। যা নবজাতক শিশুদের খাওয়ালে এটি খাদ্য বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যার ফলে নবজাতক শিশু গুরুতর অসুস্থতায় পড়তে পারে এমনকি মৃত্যুও হতে পারে।

নবজাতক শিশুকে মধু খাওয়ানোর ফলে অনেক সময় অসুস্থতার লক্ষন দেখা যায় না। মধুর সেই ক্ষতিকর প্রভাব দেখা যেতে পারে ৮-৩৬ ঘণ্টা পরে। এছাড়াও নবজাতক শিশুর বয়স ১২মাস কিংবা ১বছর হওয়ার আগে তাকে মধু খাওয়ালে দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয় নবজাতক শিশুকে মধু খাওয়ানোর পর কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, ঝিমুনি ভাব দেখা দিতে পারে, আর এইসব সমস্যা দেখা দিলে তৎক্ষনাৎ শিশুকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হোন। এ ব্যাপারে কাছের কিংবা পারা প্রতিবেশিদেরও সতর্ক করুন।

শিশুকে কখন মধু খাওয়ানো যাবে?

শিশুদের কে মধু খাওয়াতে পারবেন যদি তার বয়স ১বছরের উপরে হয়। জর, সর্দির জন্য ১/৩চা চামচ মধু গরম পানির সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও ২ বছর বয়সের শিশুদের কাশি কমানো এবং ভালো ঘুমের জন্য ২চা চামচ মধু দিতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম